খুলনা জেলা পুলিশ সুপার সপরিবারে করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৮ এএম, ১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০২:২৪ পিএম, ৩০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসপি শফিউল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের অন্য সদস্যদের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
রবিবার বিকালে খুমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শহীদুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এসপি শফিউল্লাহ, তার মা, স্ত্রী, দুই সন্তানের করোনা শনাক্ত হয়। পরিবারের সকলে বাড়িতে আইসোলেশনে আছেন। কিন্তু আগে থেকে অ্যাজমা সমস্যা থাকার কারণে এসপি শফিউল্লাহকে শনিবার বিকালে খুমেক হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে করোনা প্রতিরোধ ও দুঃস্থ-অসহায়দের সাহায্যার্থে মাঠে থাকা এসপি শফিউল্লাহ করোনা আক্রান্ত হওয়ায় দ্রুত তার এবং তার পরিবারের সুস্থতা কামনা করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি ও দোয়া কামনা করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর

ফ্যাসিবাদের সুপরিকল্পিত ইন্ধনে সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ে শান্তি বিনষ্টের চেষ্টা

যশোরের থানা চত্বরে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর কাড়াকাড়ি!

সুদের টাকা আদায়ের জন্য লাশের দাফন আটকে দিলেন, এলাকাবাসীর ক্ষোভ
