বিমান দু্র্ঘটনায় মাইলস্টোন স্কুলের ছাত্র ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুলাই,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ১০:০১ পিএম, ২২ জুলাই,মঙ্গলবার,২০২৫

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে তার মা আফসানা প্রিয়া।
গাজীপুরের কালিয়াকৈরের মেদী আশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া। তারা উত্তরায় বসবাস করেন।
আফসান ওহি দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিন ছেলেকে নিয়ে মাইলস্টোন স্কুলে যেতেন। ঘটনার সময় তিনি অভিভাবক কক্ষে অবস্থান করেন। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হলে অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন।
এক পর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন পরিবার সদস্যরা।
ওহাবের বড় ভাই দুলাল মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি এখন পর্যন্ত তার সন্ধান মিলেনি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।