avertisements 2

চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতন, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০২:০২ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

যশোরের ঝিকরগাছায় চুরির অপবাদ দিয়ে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্যাতিত ছেলেটি নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভিডিওতে দেখা যায়, গলায় গামছা দিয়ে তাকে টেনেহিঁচড়ে ৪-৫ জন যুবক একটি কুলক্ষেতে নিয়ে যান। সেখানে বাঁশের লাঠি দিয়ে তাকে উপর্যুপরি মারতে থাকেন। ছেলেটি আকুতি করলেও তারা থামেননি।

নির্যাতিত ছেলেটির বাবা জানান, ১৮ অক্টোবর দুপুরে তার ছেলে দোকান থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাজিরবাগ গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে আলম ও আবুল কালাম আজাদ ওরফে আনন্দের ছেলে সেতু তার ছেলের গতিরোধ করেন। এ সময় চুরির অপবাদ দিয়ে তাকে গামছা দিয়ে বেঁধে পাশের কুলক্ষেতে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। অভিযুক্তরা ক্ষমতাধর হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। তার ছেলে বাড়িতে চিকিৎসাধীন আছে বলে জানান।
 
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, বিষয়টি তার জানা নেই। এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2