অজান্তে ঘর থেকে বের হলো শিশু
পুকুরে বাবার পায়ে লেগে ভেসে উঠল শিশুর মরদেহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ আগস্ট,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:৪৫ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

আব্দুর রহমান (ফাইল ছবি)
ভোলার দৌলতখান উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মতিন মাস্টার মোড় এলাকার মোহাম্মদ আজাদের ছেলে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশু আব্দুর রহমানের বাবা শিশুটিকে ঘরে রেখে বাড়ির সামনে টিউবওয়েলে পানি আনতে যান।
এ সময় শিশুটির মা কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি তার বাবার পেছন পেছন ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনের পুকুরে চলে যায়।
শিশুটির দাদা জয়নাল আবেদীন জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে ওসমান পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কোথাও তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে খোঁজতে থাকে। একপর্যায়ে শিশুটির বাবার পায়ের সঙ্গে ধাক্কা লেগে ওসমানের মৃতদেহ ভেসে ওঠে।
সেখান থেকে শিশুটিকে দ্রুত উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি কেউ থানায় জানায়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
