avertisements 2

মতপার্থক্য থাকলেও যেন মতবিভেদ না হয়: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জানুয়ারী,শনিবার,২০২৬ | আপডেট: ০৪:১৫ পিএম, ১১ জানুয়ারী,রবিবার,২০২৬

Text

বিএনপি চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচিতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ১৭ বছর বিদেশে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে এটিই ছিল তার প্রথম সরাসরি মতবিনিময়।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক বা আদর্শিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই মতপার্থক্য যেন কোনোভাবেই মতবিভেদে পরিণত না হয়। কোনো বিষয়ে ভিন্নমত থাকলে আমরা আলোচনার মাধ্যমে তা সমাধান করতে পারি। দেশের উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দেশের নতুন প্রজন্ম সম্পর্কে তার মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, ‘আমি দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের নতুন প্রজন্ম এবং এমনকি সব প্রজন্মের মানুষই একটি সঠিক দিকনির্দেশনা বা গাইডেন্স খুঁজছে। তারা একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখছে। আমরা রাজনীতিবিদরা যদি সততার সাথে কাজ করি, তবেই এই জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়া সম্ভব।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি একটি দল বা মানুষের কতটা ক্ষতি করতে পারে, তা আমরা গত ৫ আগস্ট দেখেছি। মাহমুদুর রহমানের সেই রক্তমাখা মুখ এখনো আমার চোখের সামনে ভাসে। আমি পরিষ্কার বলতে চাই, আমরা আর ৫ আগস্টের আগের সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চাই না।’

নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে শুধু নারীদের নয়, নারী–পুরুষ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করে। এই যে অস্বাভাবিক মৃত্যুগুলো ঘটছে, তা কেন রোধ করা যাচ্ছে না—এসব বিষয় নিয়ে আমাদের রাজনীতিবিদদের নতুন করে ভাবার সময় এসেছে।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী এবং সংবাদ সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানের আগামীর রাজনৈতিক দর্শনের প্রশংসা করেন এবং একটি স্বাধীন গণমাধ্যম বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2