দিনাজপুরে ১৮০টি নমুনার সবই পজিটিভ, করোনা পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৭ এএম, ৪ সেপ্টেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০২:০৩ পিএম, ২৮ জুলাই,সোমবার,২০২৫

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটিপিসিআর মেশিনে বৃহস্পতিবার ১৮০টি নমুনার সবই পজিটিভ এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যান্ত্রিক সমস্যার কারণে এমনটি হতে পারে। তাই আপাতত এই মেশিনে পরীক্ষা ও রিপোর্ট প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
জানা গেছে, কলেজের আরটিপিসিআর মেশিনের ২৪ ঘণ্টায় দুই দফায় ৯০টি করে ১৮০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আরটিপিসিআর মেশিনে প্রথম দফায় ৯০টি করোনার নমুনা দিলে তার সবই পজিটিভ আসে। পরে আবারও ৯০টি নমুনা দিলে সেগুলোর সব রিপোর্টও পজিটিভ আসে। এই ঘটনাটি ল্যাব সংশ্লিষ্টরা তাৎক্ষণিক সিভিল সার্জনকে জানান। সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকায় যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, পিসিআর মেশিনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে। ওই মেশিনে নমুনা পরীক্ষা স্থগিত রাখারও পরামর্শ দেওয়া। সেই পরামর্শ অনুযায়ী ওই মেশিনে নমুনা পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, আরটিপিসিআর মেশিনটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তাই আপাতত নমুনা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে একটি দল এসে মেশিনটি ঠিক করবেন। এখন যেসব নমুনা সংগ্রহ করা হয়েছে তা ঢাকায় পাঠিয়ে রিপোর্ট আনার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে ৪ শতাধিক পর্যটক

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিমান দু্র্ঘটনায় মাইলস্টোন স্কুলের ছাত্র ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ

আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির
