ঢাবিতে ভর্তি পরীক্ষা দেবেন ৫৫ বছরের বেলায়েত
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২২ মে,রবিবার,২০২২ | আপডেট:  ০৫:৫৮ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা বেলায়েত শেখ (৫৫)। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। বড় ছেলে বিয়ে করে ব্যবসা করছেন। ছোট ছেলে শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়ে দিয়েছেন।
এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটি কোচিং সেন্টারে নিয়মিত ক্লাস করছেন।
জানা যায়, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন বেলায়েত শেখ। আগামী ১১ জুন ওই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বেলায়েত শেখ বলেন, ‘আমি ১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। সে সময় বাবা অসুস্থ হয়ে যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছে। পরে আর শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেনি।’
তিনি বলেন, ‘২০১৭ সালে নবম শ্রেণিতে ভর্তি হয়ে ফের লেখাপড়া শুরু করি। ২০১৯ সালে রাজধানীর বাসাবোর দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে এসএসসি পাস করি। আর ২০২১ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই।’
বেলায়েত বলেন, ‘এই বয়সে এসে পড়াশুনা শুরু করাটা প্রথমদিকে আমার জন্য একটু কঠিনই ছিল। কারণ সে সময় আমার কাছের মানুষজনও আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করত। তবে একটা সময় গিয়ে সেটা ঠিক হয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘নিজেকে এখন আর বয়স্ক ভাবি না, যুবক ভাবি। কিছু চুল পেকে গেছে। এগুলো কালি দিয়ে রাখি। কারণ কালি না দিয়ে রাখলে এগুলোর জন্য নিজেকে বয়স্ক মনে হয়। আর তখন মনটা দুর্বল হয়ে যায়। ঢাবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করেছি। সবার কাছে দোয়া চাই।’


                                    
                                    
                                    
                                    
                                    


