avertisements 2

মেয়ের বাড়ি যাওয়া হলো না ফাতেমা বেগমের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৯ পিএম, ১ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৭:৪৭ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মেয়ের বাড়ি যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা বেগম উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের আসাদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী জানায়, ফাতেমা বেগম চাপড়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সদর ইউনিয়নের রূপনারায়ণপুরে বড় মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে নিয়ামতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে ট্রলির সাথে ওই মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ফাতেমা বেগম ও ছেলে রেজাউল হক গুরুতর আহত হন। সাথে সাথে তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: বিপ্লব কুমার ভৌমিক ও আবাসিক সার্জন ডা: এনামুল হক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ওসি মো: হুমায়ন কবির বলেন, ফাতেমা বেগমের পরিবার কোনো অভিযোগ করেনি। তারা লাশ নিজ বাড়িতে নিয়ে গেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2