avertisements 2

আলু ক্ষেতে পড়ে যাওয়া বিমান নিয়ে গেলো ট্রাকে করে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৩ এএম, ১৯ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৫৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

ট্রাকের পিঠে করে নিয়ে গেলো আলু ক্ষেতে পড়ে যাওয়া প্রশিক্ষণ বিমানটি। বুধবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে বিমানটি উদ্ধার করে ট্রাকে তুলে নিয়ে যায় কর্তৃপক্ষ।

রাজশাহীর তানোরের লালপুর থেকে বিমানটি উদ্ধার করে নওহাটা বিমান বন্দরে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি রাকিবুল হাসান। এসময় তিনি বলেন, এর আগে তদন্ত কমিটি পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের দ্বারা তারা ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জানার চেষ্টা করেছেন।

এ বিষয়ে উইং কমান্ডার এসএম আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, বিমানের পাইলট ও প্রশিক্ষণার্থীর সাথে তারা কথা বলেছেন। অবতরণের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এ বিষয় নিয়ে আরও পরীক্ষা-নীরিক্ষা করবেন। এক মাসের মধ্যে তাদের ওয়েবসাইটে তারা প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) তানোরে দুর্ঘটনার কবলে পড়ে ছেচনা-১৫২ মডেলের এই বিমানটি। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি সম্পূর্ণ উল্টো হয়ে আলুখেতে পড়ে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2