দুর্ঘটনায় নিহত, রাতভর লাশের উপর দিয়েই চললো কয়েকশ গাড়ি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৯ এএম, ১২ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৬:২৩ পিএম, ২৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

নওগাঁ-রাজশাহী মহাসড়ক থেকে চাকায় পিষ্ট হওয়া একটি দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে মান্দা সতীহাট চেয়ারম্যানের মোড়ে থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ১২টা থেকে ১টার মধ্যে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়। সারারাত বিভিন্ন যানবাহন মরদেহটি পিষে চলে গেছে। সড়কের উপর চুল ও লুঙ্গি দেখে ধারণা করা হচ্ছে তিনি পুরুষ। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।