avertisements 2

দেশে ফিরলেন নুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ০২:১১ পিএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

নুরুল হক নুর। ছবি:সংগৃহীত 

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন। বুধবার (১১ জানুয়ারি) বেলা সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এরপর সাড়ে ১২টায় ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হন নুর। এ সময় কয়েকশ’ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান।

এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে দেশ ছাড়েন নুরুল হক নুর। সৌদি আরবে ওমরা পালনসহ ও কয়েকটি দেশে ঘুরেছেন তিনি।

এদিকে, বিদেশে গিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে নুরুল হক নুরের বিরুদ্ধে। জানা গেছে, সম্প্রতি নুর কাতার যান। এরপর তিনি দুবাই যান। তিনি দুবাই থেকে সৌদি আরব যান।

এর মধ্যে দুবাইয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচিত মেন্দি সাফাদির সঙ্গে নুরের সাক্ষাতের খবর ও একটি ছবি ছড়িয়ে পড়ে। গণঅধিকার পরিষদ এ ধরনের কোনো বৈঠকের খবর অস্বীকার করে। তারা মেন্দি সাফাদির সঙ্গে নুরের ছবি ফটোশপ বলেও দাবি করে

বিষয়:

আরও পড়ুন

avertisements 2