avertisements 2

রাজনীতিতে মাহি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:০৭ এএম, ১৯ মে,রবিবার,২০২৪

Text

গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ কথা সবারই জানা। বিয়ের পর গত বুধবার দ্বিতীয় জন্মদিন ছিল এ নায়িকার। জন্মদিনে প্রতিবার নানা রকম চমক ও উপহার পেয়ে থাকেন মাহি। এবারো তার ব্যতিক্রম হয়নি।

মাহিয়া মাহি জানালেন, তিনি একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। শুধু তাই নয়, সেখানে দু’টি পদও পেয়েছেন। যেন জন্মদিন উপলক্ষেই তাকে বিশেষ এ ‘উপহার’ দেয়া হয়েছে। গত বুধবার রাত ফেসবুকে দু’টি কাগজের ছবি পোস্ট করেন মাহি। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের পাতা।

একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকাকে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যটি বলছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। জন্মদিনের প্রাক্কালে রাজনৈতিক পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাহি বললেন, আলহামদুলিল্লাহ্‌। মাহির জন্মদিন উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। স্বামী রকিব সরকার তার জন্য জমকালো বার্থডে পার্টির আয়োজন করেন। এ ছাড়া বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে। যা পেয়ে আপ্লুত নায়িকা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2