avertisements 2

বঙ্গোপসাগরে ভাসতে ভাসতে ফখরুল এখন শ্রীলঙ্কার দ্বীপে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ মে, বুধবার,২০২২ | আপডেট: ০৯:৩০ এএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় পৌঁছেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শনিবার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মতো একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না। তাদের দ্বারা যে আর কোনো আন্দোলন সম্ভব নয়, সেটা জনগণ বুঝে গেছে। তা ছাড়া তাদের নিজেদের মধ্যেও ঐক্য নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। কেন না এ দেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে। বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়। আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালনের’ আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, ‘ভালো লোকদের দলে টানুন। আর, খারাপদের দল থেকে বের করে দিন।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2