করোনায় এবার সাতক্ষীরাবাসীর পাশে শেখ তন্ময়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০১:১১ এএম, ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
বাগেরহাট ও যশোর জেলার পর এবার মহামারি করোনায় দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বাগেরহাট-২ আসনের তরুণ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। শেখ তন্ময়ের তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ এই অক্সিজেন ব্যাংক পরিচালনা করবে।
হটলাইনে কল করলেই করোনা আক্রান্ত রোগীদের কাছে পৌঁছে যাবে অক্সিজেন। ২৪ ঘণ্টায় হটলাইন নাম্বার চালু থাকবে। যা বিনামূল্যে ব্যবহার করতে পারবে সাতক্ষীরাবাসী। প্রাথমিকভাবে ৩০ টি সিলিন্ডার দিয়ে শুরু হলেও প্রয়োজনে আরো সিলিন্ডার যুক্ত হবে এই অক্সিজেন ব্যাংকে।
অক্সিজেন ব্যাংক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক এবং সাধারণ সম্পাদক মো. সুমন হোসেনসহ আরও অনেকে।
এসময় তারা জানান, সাতক্ষীরায় করোনায় আক্রান্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। তার সহযোগিতায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মনোনয়ন বঞ্চিতদের দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান তারেক রহমানের
ভাইরাল এই ছবিটি শেখ হাসিনার নয়
আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন বল তার কোর্টে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান





