avertisements 2

সুইস ব্যাংক থেকে টাকা সরিয়েছে আওয়ামী লুটেরারাই : রিজভী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:১৪ পিএম, ১৮ মে,শনিবার,২০২৪

Text

সুইস ব্যাংক থেকে বাংলাদেশিদের সাড়ে ১০ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, কারা এই টাকা সরিয়েছে এটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মানুষের মনে। কারণ একচেটিয়া টাকাপাচারের সঙ্গে যারা জড়িত তারা সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ।

আওয়ামী লুটেরারাই যে সুইস ব্যাংক থেকে সাড়ে দশ হাজার কোটি টাকা সরিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। রিজভী বলেন, গত ১৯ মে থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট মামলা হয়েছে ২১০টি, গ্রেপ্তার ৮৩০ জনের অধিক নেতাকর্মী, আসামি করা হয়েছে প্রায় ৯ হাজার তিন শর বেশি নেতাকর্মীকে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2