avertisements 2

সাত্তারের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:৫৮ পিএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার ‘কলার ছড়া’র পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সরাইলে প্রচারণা চালাতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। এ ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন তিনি।

গত সোমবার আশুগঞ্জে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উপনির্বাচন নিয়ে মতবিনিময় করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ওই সভায় তিনি দলীয় নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তারের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেন। এ নির্দেশনার পরই আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা আজ বুধবার সংসদ থেকে সদ্য পদত্যাগী ও বিএনপির বহিস্কৃত নেতা আবদুস সাত্তারের পক্ষে প্রচার শুরু করেন।

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ছফিউল্লাহ মিয়ার নেতৃত্বে একটি নির্বাচনি প্রচারণা দল গতকাল উপজেলার লালপুর, শরীফপুর এবং আড়াইসিধা ইউনিয়নে বিভিন্ন গ্রামে ভোটারদের কাছে উকিল সাত্তারের পক্ষে ভোট চান। এ সময় তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন।

এ ব্যাপারে ছফিউল্লাহ মিয়া বলেন, এ প্রচারণা ধারাবাহিকভাবে নির্বাচনের আগের দিন পর্যন্ত চলবে। জনগণের ভোটে ‘কলার ছড়া’র জয় হবেই। গতকালের নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফায়েল আলী রুবেল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা হেবজুমিয়া, মোশারফ মুন্সি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার প্রমুখ।

এদিকে, উপনির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুও তাঁর সমর্থকদের নিয়ে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইলের চুন্টা ইউনিয়নের বিভিন্ন গ্রামে উকিল সাত্তারের সমর্থনে ভোটারদের কাছে ভোট চান। পরে বিকেলে তিনি একই উপজেলার পাকশিমুলে আবদুস সাত্তার সমর্থক গোষ্ঠীর এক কর্মী সমাবেশে বক্তৃতা দেন। ওই সমাবেশে উকিল আবদুস সাত্তারের ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া তুষারও উপস্থিত ছিলেন।

উপনির্বাচনে উকিল সাত্তার ছাড়াও অপর তিন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি), জাপার প্রার্থী অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী ও জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েলও নির্বাচনী মাঠে থেকে প্রচারে অংশ নিচ্ছেন।

তবে আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি থেকে সদ্য বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ গত সোমবার নির্বাচনী প্রচারণায় সরাইল থানা পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, সরাইল থানা পুলিশ তাঁকে ফোনে জানায় যে, সরাইলে প্রচারণা চালাতে হলে আগে পুলিশ থেকে অনুমতি নিতে হবে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সরাইলে কোনো প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়া হয়নি। সব প্রার্থীই যে যাঁর মতো করে তাঁদের প্রচারণা চালাচ্ছেন।

বুধবার বিকেলে আসিফ জানান, নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করার পর তিনি আর বাধার সম্মুখীন হননি। সারাদিন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন এবং শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী জানিয়েছেন, তিনি গতকাল সরাইল ও আশুগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2