avertisements 2
Text

মোঃ শফিকুল আলম

রাজনীতি এবং গনতন্ত্র চর্চার অনুপস্থিতি সমাজে অস্থিরতা এবং ভয়ানক অপরাধী তৈরী করে

প্রকাশ: ০৫:২৪ পিএম, ২৭ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০১:৫৪ পিএম, ২২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬

Text

রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগে সমাজে ভয়ানক অপরাধী(হত্যা, ধর্ষণ, নারী এবং শিশু নির্যাতনের মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়ে থাকে), দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, কালোবাজারী, লুটেরা গোস্ঠী তৈরী হয়। তথাকথিত সিভিল সোসাইটি(মধ্যবিত্ত শ্রেনী তথা শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, সংস্কৃতি কর্মী) নির্লজ্জ দলদাসে পরিনত হয় এবং ক্ষমতার অন্ধ সমর্থক হয়ে অবিরাম সুবিধাভোগী হওয়ায় মত্ত থাকে। এই গোস্ঠী কোনোক্রমেই সুবিধা লাভের জন্য বা সুবিধা বন্চিত হওয়ার ভয়ে ক্ষমতাসীনদের সকল অন্যায় কাজের সাফাই গাওয়া থেকে বিরত থাকেননা।


সামরিক সরকারগুলোর সময় সবচাইতে বেশী নৈতিক স্খলন ঘটে তথাকথিত সিভিল সোসাইটির প্রবক্তাগনের। সর্বশেষ সামরিক বাহিনীর পৃষ্ঠপোষক ফকরুদ্দিনের তত্বাবধায়ক সরকারের সময় সিভিল সোসাইটির বিরাজনীতিকরনের প্রানান্তর চেষ্টা সকল সময়ের রেকর্ড লঙ্ঘন করেছিলো। এদের সহযোগী হিসেবে সব সময়ই বেশ কিছু সুযোগ সন্ধানী রাজনীতিক থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রে এই রাজনীতিকদের বড় অংশটি তথাকথিত বিপ্লবী এবং বামপন্থী হয়ে থাকেন।


নব্বই পরবর্তী তিনটি গনতান্ত্রিক সরকার যা-ই করে থাকুন (ভালো এবং মন্দ) অন্তত: জনগন অবহিত ছিলো। সামরিক সরকারগুলো ক্ষমতায় থাকাকালীন মূলত: কি পরিমান অনিয়ম/দুর্নীতি হয়ে থাকে তা’ জনগন জানতে পারেনা। রাজনীতিকদের ব্যর্থতার কারনে আবার বাংলাদেশের রাজনীতিতে সাময়িক সময়ের জন্য হলেও ওয়ান ইলেভেনের ইন্টারভেনশন গনতান্ত্রিক ধারাকে ভিষনভাবে স্থবির করে দিয়েছিলো।
যাহোক আর্মিব্যাক্ড এই সরকারটি বিরাজনীতিকরনের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করে কোনো রকম দেশান্তরী হয়ে নিজেদের রক্ষা করেন। তবে জনগনের সামনে চরিত্রহীন রাজনীতিক এবং সিভিল সোসাইটির বা সুশীল সমাজের চেহারাটি নগ্নভাবে উন্মোচিত হয়। সেই থেকে সিভিল সোসাইটি সমাজের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় নিয়ে কথা বলার নৈতিক সাহস হারিয়েছেন। ফলে সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতিবাজ, দুর্বৃত্ত ধীরে ধীরে দানবাকার রূপ ধারন করেছে।


২০১৪ সালের নির্বাচনপূর্ব এবং নির্বাচনোত্তর রাজনৈতিক পরিস্থিতিতে এই দানবদের বেড়ে ওঠা শুরু। আবার একই ভাবে ২০১৮ সালের নির্বাচনপূর্বাবস্থায় একই ধরনের অনিশ্চয়তা তৈরী হয়। প্রশ্ন হচ্ছে এই দু’টো মেয়াদে (১২ বছর) আওয়ামীলীগ সরকার কেনো এই দানবদের বেড়ে উঠতে দিলো বা নিয়ন্ত্রণে আনায়ন করতে পারলোনা।


না, সরকার ইচ্ছে করে এদের বেড়ে উঠতে প্রনোদনা দেয়নি। সরকার প্রধানের কাছে এদের ব্যাপারে দ্বিতীয় মেয়াদের প্রারম্ভেই তথ্য ছিলো। প্রথম মেয়াদে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের ভিত্ তৈরীর কাজ, যুদ্ধাপরাধীদের বিচারকার্য জঙ্গী দমন এবং নিয়ন্ত্রনে রাখার কাজ সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি বিএনপি এবং তাদের সহযোগী মৌলবাদীগোস্ঠীর তৈরী করা রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা ফেইস করে ২০১৪ সালের নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে আওয়ামীলীগ প্রধানকে এই দানবদের ব্যাপারটি সচেতনভাবে ইগনোর করতে হয়েছে। ২০১৮-তে এসে বিএনপি নেতৃত্বাধীন মৌলবাদী গোস্ঠীর সাথে কামাল হোসেন গংদের গাঁটছড়া রাজনীতিতে আরো অধিক মাত্রায় অনিশ্চয়তা তৈরী করে। ফলে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি, নেতাদের একটি বড় অংশ বাদ দিয়ে যে নোমিনেশন তালিকা করেছিলেন তা’ শেষ মুহূর্তে এসে বাতিল করেন। ফলে গনহারে আগের মেয়াদের প্রায় শতভাগ ২০১৮ সালের নির্বাচনে আবার নোমিনেশন পেয়ে যান। রাজনৈতিক অস্থিরতার কারনে প্রায় সকল সহযোগী সংগঠনের সম্মেলন করা হয়নি একই বিবেচনায়। ফলে সকল অংগ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃত্ব দুর্নীতি এবং দুর্বৃত্তায়নে দানবীয় রূপ পরিগ্রহ করে।


তৃতীয় মেয়াদের সরকার প্রধান যখন ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট হলেন তখন তাঁর চোখ ছানাবড়া। ইতোমধ্যে দুর্নীতির ক্যানসার তৃতীয় স্তর থেকে চতুর্থ স্তরে পৌঁছে গেছে। লোম বাছতে গিয়ে তিনি দেখছেন  কম্বলই উজাড় হয়ে যাচ্ছে। কিন্তু ইতোমধ্যে জনগন এবং প্রধানমন্ত্রী’র মধ্যে আস্থার যায়গাটি অত্যন্ত গভীরে গ্রথিতো হয়েছে। জনগন একমাত্র প্রধানমন্ত্রীকে তাদের আপনজন মনে করে। ফলে দেরীতে শুরু হলেও এই অভিযানে পুরো বাংলাদেশ শেখ হাসিনার পেছনে দাঁড়িয়েছে। জনগন এ-ও বিশ্বাস করে যে শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্নীতি নিয়ন্ত্রনে সক্ষম হবে।


শেখ হাসিনা ওয়ান ইলেভেনে কিছু সিনিয়র রাজনীতিক তাঁর সাথে বিশ্বাস ঘাতকতা করার পর কিছু জুনিয়র নেতৃত্বের ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন। একেবারেই স্বল্প সংখ্যক তাঁর বিশ্বাসের মর্যাদা রেখেছেন। তিনি কখনোই চিন্তা করেননি ওমর ফারুক চৌধুরী, মোল্লা আবু কায়সার, পঙ্কজ দেবনাথ, তাঁরই নির্বাচিত শোভন-রাব্বানীরা দুর্নীতির বরপুত্র হিসেবে চিহ্নিত হবে। বিভিন্ন জেলা-উপজেলায় অসংখ্য শম্ভুনাথদের সন্তানরা যে দানবে পরিনত হয়েছে সে চিত্র দেখে শেখ হাসিনা শুধু অবাক বা বিস্মিত হননি; চরমভাবে হতাশ হয়েছেন।
তবে এই মেয়াদে প্রধানমন্ত্রী সকল পর্যায়ে এই দুর্নীতি বিরোধী কার্যক্রম অব্যাহত রাখছেন। কোনো পর্যায়ের দুর্নীতিবাজ আইনের বাইরে থাকতে পারবেনা। পুরো মেয়াদে ক্রমান্বয়ে অসংখ্য অসংখ্য আইনের আওতায় আসবে। অনেকের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটবে। সৎ, যোগ্য এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা লাভ করবে। সময়ের অপেক্ষা মাত্র। আইনের শাসনের প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন এবং গনতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে।


চারিদিকে চাটুকরের দল! স্তুতিকরনের মাত্রা বহু পূর্বেই ছাড়িয়েছে।সাংবাদিকরা (জাতির বিবেক!) চাটুকরিতা করছেন।রাজনৈতিক নেতৃত্ব চাটুকরিতা করছেন। সকলে স্তরে চাটুকরিতা চলছে। এমতাবস্থায় যেকোনো মানুষ ভুল করতে পারেন।মানুষ এমনিতেই ভুল করবে এটা স্বত:সিদ্ধ। কিন্তু চাটুকরিতা না থাকলে সংশোধনের সুযোগ থাকে।চাটুকরিতা এমন পর্যায়ে পৌঁচেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল করতেই পারেননা। তিনি মানুষ নন। তিনি অতি মানব। ফেরেস্তা জাতীয় কিছু।


এখানেই প্রধানমন্ত্রী কখনো কখনো কনফিউজড্ হয়ে যান। ব্যবস্থা গ্রহনে সময় নিতে হয়। সত্যাসত্য নির্ধারনে তাঁকে বেগ পেতে হয়। সম্প্রতি যখন ধর্ষণের উল্লাস চলছে এবং এই জঘন্য অপরাধের সাথে যখন স্থানীয় আওয়ামীলীগ এবং ছাত্রলীগের সংশ্লিষ্টতা ব্যাপক হারে দেখা যাচ্ছে তখন তিনি বুঝতে পারছেন এরা কারা। দীর্ঘ সময়ের ক্ষমতার বলায়ে এরা যে এখন প্রকৃত আওয়ামীলীগারদের সংখ্যালঘুতে পরিনত করে কোনঠাসা করে জানোয়ারের ক্ষমতার্জন করেছে তা’ আর বুঝতে বাকী নেই। এরা যারাই হোক এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে এবং হচ্ছে। প্রধানমন্ত্রী ছাড়া যারা কথা বলছেন তারা কোনো ব্যাখ্যা প্রদানের চেষ্টা না করে সত্য স্বীকার করে নিয়ে দলীয়ভাবে এই জানোয়ারদের বিরুদ্ধে অন্যেরা কথা বলার পূর্বে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলুন। আইনে প্রয়োগে দীর্ঘসূত্রিতা দূর করতে সময় লাগবে। দলীয় প্রতিরোধ দ্রুত সমস্যার সমাধান করবে। অন্যদেরকে রাস্তায় আন্দলোন করার ইস্যু তৈরী করতে না দিয়ে নিজেরাই এদের বিরুদ্ধে আন্দলোন করুন। প্রধানমন্ত্রীও এই জানোয়ারদের বিরুদ্ধে তখন যথাযথ ব্যবস্থা গ্রহণে সমর্থ্য হবেন।
প্রধানমন্ত্রীকে মানুষ রাখুন। অতিমানব বানানোর চেষ্টা থেকে বিরত থাকুন। প্রধানমন্ত্রীর জন্য ব্যবস্থা গ্রহন সহজতর হবে।

বিষয়: গনতন্ত্র
avertisements 2
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান 
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান 
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!
যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে লাখো বাংলাদেশি
যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে লাখো বাংলাদেশি
‘সিরিয়াল কিলার’সম্রাটের বেড়িয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য 
‘সিরিয়াল কিলার’সম্রাটের বেড়িয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য 
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি
‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত
‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত
ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীনতার ছদ্মবেশে করেছেন ৬ খুন!
ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীনতার ছদ্মবেশে করেছেন ৬ খুন!
শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’
শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’
বাংলাদেশেকে সমর্থন করে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
বাংলাদেশেকে সমর্থন করে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা 
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা 
পাঁচ বছরের সর্বোচ্চ রেকর্ড আয় চট্টগ্রাম বন্দরের 
পাঁচ বছরের সর্বোচ্চ রেকর্ড আয় চট্টগ্রাম বন্দরের 
মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে নতুন নীতিমালা
মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে নতুন নীতিমালা
স্বর্ণের দামে আবার রেকর্ড, ভরি ২ লাখ ৩৪ হাজার
স্বর্ণের দামে আবার রেকর্ড, ভরি ২ লাখ ৩৪ হাজার
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2