avertisements 2
Text

জালাল উদ্দিন আহমেদ

মোবাইল মব

প্রকাশ: ১২:০০ এএম, ২২ সেপ্টেম্বর,সোমবার,২০২৫ | আপডেট: ০৭:২৬ এএম, ৩ অক্টোবর,শুক্রবার,২০২৫

Text

আজকাল উচ্চবিত্তের আলালের ঘরের দুলাল থেকে শুরু করে প্রত্যন্ত অজগ্রামের তৃণমূলের কামলা খাটা ভিখু প্রামানিকের স্কুল পালানো ছেলেটির কাছেও এই মোবাইল ঘেঁটে টাকা কামানোর অবারিত রাস্তাঘাট সৃষ্টি হয়েছে। যে যার লেভেল ও রূচির রঙ্গরসে মোবাইল ব্যবহারের সৎকারে ব্যস্ততম সময়গুলো আপন করে সাজিয়ে নিচ্ছে। ইদানীং সময়ে রাষ্ট্র ও সামাজিক কালচারের অস্থিরতা নিয়ে প্রায়শই মব সৃষ্টির ঝোঁক পরিলক্ষিত হচ্ছে। মোবাইল ব্যবহারের এই অর্থ উপার্জনের ট্রেন্ডকে না হয় মোবাইল মব নামেই চিহ্নিত করা যাক। সেদিন চল্লিশোর্ধ এক গৃহিনীর উত্থানের গল্প শুনছিলাম। তিনি উচ্চ শিক্ষিতা। ব্যাংকে সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিসাবে চাকুরী করতেন। এই মোবাইলের আউট সোর্সিং সুবিধা তাকে স্বচ্ছলতা দিয়েছে। তিনি ব্যাংকে চাকুরী করে যে টাকা বেতন পেতেন, এখন এই মোবাইল কার্যক্রমে তিনি তার দ্বিগুনেরও বেশী আয় করেন। ফলে সামাজিক মূল্যবোধের অবস্থানের পরোয়া না করে তিনি ব্যাংকের চাকরীটা ছেড়েই দিয়েছেন। গত বছর  আইপিএলের ক্রিকেট খেলার সময় আমি মফস্বলের এক বিভাগীয় শহরে অবস্থান করছিলাম। বলে রাখা ভাল ওটা রাজশাহী ছিল। আমার একটা সুবিধা হয়েছে, আমার তিন সন্তানেরই শশুর বাড়ি রাজশাহীতে এবং শহরেই। ফলে অবসরের অফুরান সময়ে মোটামুটি বছরের বেশ কিছু সময় রাজশাহীতে কারনে অকারনে যাওয়া আসা লেগেই থাকে। 


বলছিলাম আইপিএল ক্রিকেটের কথা। তখন আইপিএলের ভরা মরশুম। তবে আগের মত ক্রেজ আর নেই। কারন হয়তোবা দেশপ্রেম বা নাড়ির টান। কেননা অগা মঘা জগা কতসব নাম না জানা বা বাতিল বুড়ো মালিরাও এই আইপিএল খেলে নিজেদের দাম বাড়িয়ে নিচ্ছে অথচ আমাদের স্বপ্নের বাংলাদেশী খেলোয়াড়রা সেখানে চান্স পায় না। একারনেই হয়তোবা আমাদের মত সাধারন মানুষেরা আজকাল আইপিএল নিয়ে এত মাতামাতি কম করে। কিন্তু এক ধরনের মোবাইলবাজ ইয়ং গ্রুপ আছে যারা এই আইপিএল এলে একটু চনমনিয়ে উঠে। মোবাইলের মাধ্যমে কি যেন সব ছক্কা পাঞ্জা খেলায় তারা মেতে উঠে। ওসব শুনেছি, কিন্তু চাক্ষুস দেখলাম ঐ রাজশাহীতে গিয়ে যা বিশ্বাস করতে একটু সময় লাগলো। রাজশাহীর আরডিএ মার্কেটে সন্ধ্যার পরে গিয়েছিলাম। উদ্দেশ্য ছোট নাতিটির জন্য কিছু কাপড় চোপড় কেনা। বেশ কয়েক সেট প্যান্ট গেঞ্জি পছন্দ করে কাপড়গুলো গুছিয়ে সেলস ম্যানের কাছে দিয়ে দাম দর করবো এমন মূহূর্তে তারই সমবয়সী (১৭-১৮ বছর) এক ছোকড়া এসে কি যেন ফিসফাস শুরু করে দিল। এবং বেশ উত্তেজনা নিয়েই দুজনে কথাবার্তা বলছে। মিনিট পাঁচেক পর আমার অধৈর্য্য এবং ওই দোকান থেকে চলে আসতে উদ্যত হলে মেইন গদিতে বসে থাকা মালিক বিষয়টি লক্ষ্য করলেন। ফলে সেলসম্যান আমার দিকে মনোযোগী হোল। বিষয়টি আমার কাছে খঠকা লেগেছিল। সেলসম্যান ছেলেটির কাছে নরম সুরেই এত উচ্ছসিত হওয়ার কারন জানতে চাইলাম। সে যা বললো তা বেশ সাড়া জাগানিয়া বটে। “স্যার ওর হাতের স্মার্ট ফোনটাই ওর কাছে সোনার হরিণ। আমরা একসঙ্গে এই দোকানে চাকরী করি। গত এক সপ্তাহ ধরে সে সন্ধ্যার পর ছুটি নিয়ে চলে যায়। গত এক সপ্তাহে সে আট লাখ টাকা মোবাইল খেলে জিতেছে। এখন আলাদা একটা দোকান করেছে। এখন খেলার সময় সে চলে যাবে তাই আমাকে তার সাথে যোগ দেয়ার জন্য বলতে এসেছিল”। হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তবে গদিতে বসে থাকা মহাজনের মাথা নাড়ানোর সম্মতি দেখে বিষয়টি নিয়ে আর কোন জিগ্যাসা রইলো না। 


সম্প্রতি ‘হোসেনমুন্না’ নামের এক ইউটিউব চ্যানেলে গ্রামীন আটপৌড়ে ভঙ্গিমায় ধারন করা স্বামী স্ত্রীর ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছেলেটি দিনমজুর-গ্রামের কৃষক আর তার স্ত্রী অতি সাধারন এক গ্রাম্য বধু। তাদের সরল এবং সাবলীল কথা বলার ভঙ্গি গ্রাম বাংলার সাধারন খেটে খাওয়া মানুষের প্রতিধ্বনি বলেই তা একটা আলাদা আকর্ষনের দাবি রাখে। ময়নার মা বা ময়নার আব্বু বলে ডাকা এই সিম্বলিক আহ্বান সত্যিকার অর্থে কোথাও যেন একটা মাটির টান আছে। তাছাড়া ময়নার মা রূপী কিশোরী মেয়েটির মায়াবী হাসি সত্যিই এক বাঙালীয়ানার আত্মিক রূপ হিসাবে প্রস্ফুটিত হয়েছে। তারা ভিডিও শেষে যখন মায়াবী আবেদন নিয়ে হাজির হয়ে বলে, আপনাদের যদি দয়া হয় তবে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। ইতোমধ্যে তাদের এই ভিডিও গুলি মিলিয়ন ভিউ পার করেছে। অবশ্যই এটা তাদের স্বচ্ছলতার হাসি ফুটাবে বলেই আমরা মনে করতে চাই। অনেকেই টিকটক করে, ভিন্ন ভিন্ন মাত্রায় ভিডিও করে কন্টেন্ট তৈরী করে। শুনেছি এভাবেই মিলিয়ন মিলিয়ন ভিউ সৃষ্টি করে ফেসবুক বা মেটা থেকে বেশ ভাল টাকা পয়সা আয় করে তারা। তাছাড়া বিভিন্ন ফ্রি ল্যান্সিং এবং ডিজাইন আইডিয়া ও ডাটা কম্পোজ ইত্যাদির মাধ্যমে বেশ চলনসই টাকা পয়সা আয় করা যায়। অনেকে দেখি গানের আসর বসিয়ে কিংবা কবিতার খাতা খুলে বেশ জনপ্রিয় হচ্ছেন। এই যে পিনাকী বা ইলিয়াসের ইউটিউবের মাধমে আমরা এতসব জানা অজানা তথ্যে সমৃদ্ধ ও সচেতন হই এবং মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের চ্যানেলে হয়, সেটা রীতিমত এক ধরনের মহাজনী ব্যবসাও বটে। ইদানীং দেখছি কিছু ইউটিউবার বাজারে গিয়ে ফকির বা অসহায় মানুষ জনকে ধরে হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন বা তার বাজার করে দিচ্ছেন। এটা তো রীতিমত ভাইর‍্যাল হয়ে যাচ্ছে। ফলে এধরনের পজেটিভ নোট নিয়ে তৈরী কনটেন্ট লক্ষ মিলিয়ন ভিউ হতে সময় লাগেনা। 


সামাজিক অনিয়ম, রাজনীতির দূরাচার কিংবা রাষ্ট্রনীতির হেরাফেরি নিয়ে বানানো ভিডিও গুলিও চম্বুকের আকর্ষনে লক্ষ কোটি ভিউ হয়ে তা যেমন সমাজকে সতর্ক বা উপকৃত করছে পাশাপাশি ওই ইউটিউবারকেও সমৃদ্ধ করছে। আজকাল ই-কমার্স, অন লাইন শপিং ইত্যাদির পসার থেকে বুঝা যায় মোবাইলের বহুবিধ ব্যবহারের ব্যাপকতা। সুতরাং মোবাইল ও মিডিয়ার প্রযুক্তিগত সহায়তায় আজ আমরা যেমন জ্ঞানে গরিমায় উপকৃত হচ্ছি পাশাপাশি এই মোবাইল এপ্লিকেশনের ভিন্নধর্মী কার্যক্রম করে সমাজের মানুষ ই-কমার্স থেকে শুরু করে অন লাইন শপিংয়ে আলপিন থেকে এরোপ্লেনের ব্যবসাতেও বিনিয়োগ করতে পিছপা হচ্ছে না। তবে এই মুক্তবাজার অর্থনীতির ইউটিউব ও ফেসবুকের অবাধ বিচরনে ইদানীং একটি বিরক্তিকর উপাদান যোগ হয়েছে যা প্রায়শঃ ভোক্তা হিসাবে আমাদের বেশ বিব্রত করে। ধরুন কোন এক গুরুত্বপুর্ণ সমসাময়িক বিশ্বব্যবস্থা নিয়ে একটি ভিডিও দেখছি, হঠাৎ কোন এক  শিমুল তুলার বালিশ কিংবা হাড়ের ব্যাথার মালিশ অথবা সর্দি কাশির হারবাল সিরাপের বিজ্ঞাপন এসে সেই কন্টেন্টির প্রতি মনোযোগ ডাইভার্ট করে দিল। তখন সত্যিকার অর্থেই বেশ বিরক্তির উদ্রেক হয়। মনে হয় যেন মোবাইলের ‘এড মবে’ আঁটকে পড়লাম। তারপরেও বলতে দ্বিধা নেই, মোবাইল প্রযুক্তি আজ বাঙালীর ঘরে ঘরে কর্মচাঞ্চল্যের সূত্রপাত ঘটিয়েছে। এর পজেটিভ নোটটাকে নিয়েই আমরা এগোতে চাই। 

বিষয়:
avertisements 2
ভারত ভ্রমণে বাধ্যতামূলক করা হলো নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর
ভারত ভ্রমণে বাধ্যতামূলক করা হলো নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর
ঝড় উপেক্ষা করে ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই
ঝড় উপেক্ষা করে ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই
সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সুরক্ষা দেবেন : মেঘনা আলম
সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সুরক্ষা দেবেন : মেঘনা আলম
কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু: নিরাপদ প্রমাণে খেয়ে ডাক্তারও অজ্ঞান!
কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু: নিরাপদ প্রমাণে খেয়ে ডাক্তারও অজ্ঞান!
অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর
অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর
ইসরায়েলি হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ইসরায়েলি হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা!
সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা!
অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা 
অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা 
এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর
এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর
উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট
উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট
মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা
ফ্যাসিবাদের সুপরিকল্পিত ইন্ধনে সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ে শান্তি বিনষ্টের চেষ্টা
ফ্যাসিবাদের সুপরিকল্পিত ইন্ধনে সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ে শান্তি বিনষ্টের চেষ্টা
গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক
গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক
মৃত্যুর পর আসামে কী হবে, আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন জুবিন
মৃত্যুর পর আসামে কী হবে, আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন জুবিন
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
প্রণব মুখার্জি আর নেই
প্রণব মুখার্জি আর নেই
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
avertisements 2
avertisements 2