স্ত্রীকে উপহার দিতে পৌরসভার ‘লাভ চিহ্ন’ চুরি, অতঃপর...
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৯:২২ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

সিউড়ি পৌরসভার স্থাপনা ও ইনসেটে স্ত্রীর সঙ্গে বাপন। ছবি : সংগৃহীত
স্ত্রীকে ভালোবেসে বড়দিনের উপহার দিতে অবাক কাণ্ড ঘটিয়েছেন এক যুবক। মদ্যপ অবস্থায় বাসায় ফেরার পথে স্ত্রীর জন্য পৌরসভার লাভ চিহ্ন চুরি করেছেন তিনি। এরপর বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সর্বশেষে এ ঘটনার অবাক এক পরিণতিও হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এ সময়ের এক প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদেনে বলা হয়েছে, স্ত্রীকে ভালোবেসে পৌরসভার লাভ সাইন চুরি করেছেন বাপন বাদ্যকর নামের যুবক। পেশায় দিনমজুরের এ কাণ্ড ‘টক অফ দ্য টাউনে’ পরিণত হয়েছে। এ ঘটনায় হতবাক হয়েছেন পৌরসভা এবং পুলিশের কর্মকর্তারা। ভারতের বীরভূমে এ ঘটনা ঘটেছে।
সৌদর্য বর্ধনের অংশ হিসেবে সিউড়ি পৌরসভায় ‘আই লাভ সিউড়ি’ লেখা একটি ডিজিটাল বোর্ড লাগানো হয়েছিল। কিন্তু বড়দিনের আগে সেটি গায়েব হয়ে যায়। এরপর ঘটনাটি সিউড়িস থানায় জানানো হয়। সিসিটিভে ফুটেজে বাপনকে এ সাইন খুলে নিয়ে যেতে দেখা যায়। পরে বীরভূমের মুহম্মদবাজারের বাসিন্দা বাপন বাদ্যকরকে আটক করে পুলিশ।
বাপন বলেন, বড়দিনে স্ত্রীকে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলেন তিনি। তবে পকেটে টাকা ছিল না। ফলে বাধ্য হয়ে লাভ চিহ্ন চুরি করেন তিনি।
বাপনের কথা শুনে হতবাক হয়ে যান পুলিশ কর্মকর্তারা। পরে পুলিশ এবং সিউড়ি পৌরসভার মেয়র উজ্জ্বল চট্টোপাধ্যায় মিলে তাকে এক গুচ্ছ লাল গোলাপ কিনে দেন। এদিকে খবর পেয়ে থানায় ছুটে আসেন স্ত্রী। থানার সামনে হাঁটু গেড়ে বসে স্ত্রীকে গোলাপ উপহার দেন তিনি। এ ছাড়া স্ত্রীর পায়ে হাত দিয়ে কোনোদিন চুরি না করার প্রতিজ্ঞা করেন।