বিয়েবাড়িতে রসগোল্লা নিয়ে বর ও কনে পক্ষে মারামারি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ নভেম্বর,
বুধবার,২০২৩ | আপডেট: ০৬:৫০ এএম, ২৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

রসগোল্লা খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। এবার প্রিয় এই মিষ্টির লোভেই হাতাহাতি জড়িয়ে পড়লেন কয়েকজন। হুলস্থূল কাণ্ড বাধল বর ও কনে পক্ষের মধ্যে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছয়জন।
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের সামশাবাদে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অনীল শর্মা বলেন, স্থানীয় ব্রিজভন কুশওয়াহার বাসভবনে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। কেউ একজন বলেন রসগোল্লা শেষ হয়ে গিয়েছে। সেই থেকেই বিতর্কের সূত্রপাত।
তিনি বলেন, মনিমন্ত্রিত অতিথিদের পাতে পর্যাপ্ত রসগোল্লা দেয়া সম্ভব হবে কি না, তা নিয়ে শোরগোল পড়ে যায়। এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এতেই গুরুতর আহত হন ছয়জন। আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
দেনাপাওনা নিয়ে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের বচসা, অশান্তি খবর পাওয়া যায় বিয়ে বাড়ি থেকে। কিন্তু, রসগোল্লা নিয়ে এমন বিবাদের ঘটনা চমকে দিয়েছে সবাইকে। মিষ্টি নিয়ে হল তুমুল মারপিট। রসগোল্লা কম দেওয়াতেই বেজায় চটে যান অতিথিরা।
প্রাথমিকভাবে তর্ক-বিতর্ক থেকে খানিকক্ষণের মধ্যেই একে অপরের ওপর চড়াও হন তারা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায়, শেষ পর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হন বিয়ের অনুষ্ঠানের আয়োজকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের দিকে বিয়েবাড়িতে খেতে বসে এক অতিথি প্রশ্ন তোলেন, পাতে রসগোল্লা এত কম পড়ছে কেন?’ তা নিয়েই দুপক্ষের মধ্যে বচসা হয়। সামান্য কথা কাটাকাটি থেকে একসময় মারপিটের পর্যায়ে পৌঁছায়।