avertisements 2

নারীদের মধ্যে দীর্ঘ দাড়ি নিয়ে গিনেস রেকর্ড গড়লেন যে মার্কিনি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ১২:২২ পিএম, ১০ মে,শুক্রবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

আমেরিকার মিশিগান  শহরের বাসিন্দা এরিন হানিকাট। প্রায় এক ফুট লম্বা দাড়ি বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এই নারী। গিনেস কর্মকর্তারা এক বিজ্ঞপ্তিতে বলেছেন, বছর আটত্রিশের  এরিনের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে। যার জেরে তার মুখে ১১.৮ ইঞ্চি লম্বা দাড়ি গজায়। এই রোগের কারণে  হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং অন্যান্য উপসর্গের সাথে শরীরে অতিরিক্ত লোমের বৃদ্ধি হতে পারে। এরিনের সাথে সেটাই ঘটেছে।

গিনেস নিউজ রিলিজ অনুসারে, ১৩ বছর বয়সে প্রথমবার শারীরিক তথা সামাজিক অস্বস্তির মধ্যে পড়েন তিনি। একজন মেয়ের  মুখে ‘ছেলেদের মতো’ দাড়ি গজাতে দেখে অনেকেরই কটাক্ষের শিকার হন তিনি। প্রথম দিকে ওয়াক্সিং বা হেয়ার রিমুভাল লোশন ব্যবহার করে তার দাড়িকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন এরিন। দিনে তিনবার শেভ করতেন তিনি। কিন্তু উচ্চ রক্তচাপের কারণে চোখে স্ট্রোক হওয়ায় দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন। তারপরেই দাড়ি কাটা বন্ধ করার সিদ্ধান্ত নেন এরিন। 

তিনি জানাচ্ছেন, শেভ করতে করতে ক্লান্ত বোধ করতে শুরু করেছিলাম। শেষমেশ জেনের পরামর্শে দাড়ি বাড়ানো শুরু করি। তিনি ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি মিশিগানের ক্যারোতে ৭৫ বছর বয়সী ভিভিয়ান হুইলারের রেকর্ড ভেঙে জয়ী হন। হুইলারের দাড়ি ১০.০৪ ইঞ্চি ছিলো।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হানিকাটের একমাত্র স্বাস্থ্য-সম্পর্কিত লড়াই নয়। পায়ের আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে থাকার সময় ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে তার একটি পায়ের নিচের অর্ধেক অংশ বাদ যায়। কিন্তু এতো কিছুর পরেও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি হারাননি এরিন। তিনি দাবি করেছেন যে ডাক্তাররা   তাকে বলেছিলেন, তিনি যদি ইতিবাচক চিন্তাভাবনার সাথে এগিয়ে যান তবে তিনি আরও দ্রুত সেরে উঠবেন। তাঁর কথায়, “আমি আমাকে নিয়ে খুশি।  ”

সূত্র : দ্য গার্ডিয়ান
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2