ভোট গণনার সময় নামাজ পড়ছিলেন জায়েদ খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩৯ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। ভোটগণনার সময় তার নামাজ পড়ার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) এফডিসিতে ভোর সাড়ে ৪টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। এতে সভাপতি পদে মিশা সওদাগরকে ইলিয়াস কাঞ্চন ৪৩ ভোটের ব্যবধানে হারাতে পারলেও জায়েদ খানকে পরাজিত করতে পারেননি চিত্রনায়িকা নিপুণ। নিপুণের চেয়ে ১৩ ভোট বেশি পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
শুক্রবার সকাল সোয়া ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল সোয়া ৫ টায়। এরপর শুরু হয় ভোট গণনা। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিলো না। রাত পেরিয়ে শনিবার ভোর সকালে নির্বাচনের ফল ঘোষণা হয়।
ভোট গণনা চলাকালীন এফডিসিতে শিল্পী সমিতি ভবনের দরজার সামনেই চেয়ারে বসে ফজরের নামাজ আদায় করছিলেন জায়েদ খান। এ সময় তার গায়ে জড়ানো ছিল সেই চাদর, যা নিয়ে গুরুতর অভিযোগ করেছিলেন নিপুণ।
নিপুণের অভিযোগ ছিল, চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন জায়েদ খান। নির্বাচন কমিশনে এ নিয়ে কয়েকবার অভিযোগও করেন নিপুণ।
তবে অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেছিলেন, এটা কোনো ইউপি নির্বাচন নয় যে টাকা দিয়ে ভোট কিনতে হবে।