avertisements 2

ঐশীর গানের মডেল সানি লিওন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৫৯ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

Text

বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর গানে মডেল হলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বুধবার টিএম রেকর্ডস প্রকাশ করল ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’-এর এক ঝলক। গানটি লিখছেন ও সুর করেছেন তাপস। গানের প্রোমো প্রকাশেরই কয়েক ঘন্টার ব্যবধানে লাখো দর্শক লুফে নিয়েছেন গানটি। সংগীতশিল্পী হিসেবে ঐশীর কণ্ঠের শক্তি ও মাধুর্য নতুনরূপে হাজির করলেন তাপস। ঐশী  বলেন, টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোন গানে পারফর্ম করছেন সানি লিওনি।

ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে।‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ মুম্বাইয়ে করা হয়েছে বলে জানা গেছে। এ গানটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2