avertisements 2

ওমর সানি-মৌসুমীর ছেলের নাম বাদ রেখে ১১ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৪৯ পিএম, ২৯ জুন,রবিবার,২০২৫

Text

রাজধানীর গুলশানে তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনের মালিকানাধীন 'মনটানা লাউঞ্জ' নামে সিসা বারে অভিযানের ঘটনায় মামলা হয়েছে। 

বুধবার  গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজহারে সিসা বারটির মালিক ফারদিন এহসান স্বাধীনের নাম পাওয়া যায়নি। শুধু ঘটনাস্থল থেকে আটক ১১ জনের নাম লেখা রয়েছে। 

মামলায় বারের মালিককে আসামি না করার বিষয়ে  ওসি আবুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন,  সিসা বারে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে যে ১১ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

তবে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সিসা বারের মালিক ওমরসানির ছেলে স্বাধীনকেও পরবর্তীতে আসামি করা হবে বলে জানান ওসি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2