avertisements 2

এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না : শবনম ফারিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুলাই,সোমবার,২০২৫ | আপডেট: ০৫:৩৬ এএম, ২৯ জুলাই,মঙ্গলবার,২০২৫

Text

সংগৃহীত ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এক সময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন কিছুটা কম দেখা যায় তাকে। তবে অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে।

এরপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন এ অভিনেত্রী। অনিয়ম, নৈরাজ্যে কখনো কখনো ক্ষোভ প্রকাশও করতে দেখা গেছে। সম্প্রতি আবারও প্রতিবাদের সুর দেখা গেল ফারিয়ার লেখনীতে।

রোববার (২৭ জুলাই) মধ্যরাতে একটি পোস্ট করেছেন ফারিয়া।

যেখানে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি।

যে পোস্টটি শেয়ার করেছেন শবনম ফারিয়া। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।’

ফারিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী। কারো মন্তব্য, ‘এরা হচ্ছে মাথামোটা আধা পাগল। অন্য ধর্মের লোক কি খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন?’ কারো মন্তব্য, ‘এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2