পুলিশ-র্যাব-আনসারের পোশাক নিয়ে যে কৌতূহল শাওনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০৫:৩৭ এএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে বড় পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। তবে নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না নতুন রঙয়ের পোশাকগুলো। কেউ কেউ করছেন সমালোচনাও। অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনও বিষয়টি নিয়ে লিখেছেন সামাজিক মাধ্যমে।
নিজের ফেসবুকে শাওন লিখেছেন, পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রঙ কোনো বিশেষ দেশের সাথে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।
এরপর শাওন লেখেন, আমার শুধু একটাই কৌতুহল। এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লক্ষ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব না কি অন্য কোনো কোটায় পাবেন?
এদিকে শাওনের ওই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। সে দলে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। তিনি লিখেছেন, এইসব প্রশ্নের জবাব চায় যারা, ফ্যাসিস্টের দোসর তারা।
এদিকে কয়েকদিন ধরে অসুস্থ শাওন। সড়ক দুর্ঘটনায় পা ভেঙেছে অভিনেত্রীর। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন তিনি।