avertisements 2

প্রিয় কলকাতা ভালোবাসা নিয়ো: পরীমনি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ০৫:৪৪ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

সংগৃহীত ছবি

আজ কলকাতায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরীমনির নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। তবে এই খুশির খবরের মধ্যেও মন ভালো নেই অভিনেত্রীর। ভিসা না পাওয়ায় যেতে পারেননি ভারতে।  

ভিসা না পাওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।
গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড পেইজে পরী বলেন, “আগামীকাল ১৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।

ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে।
কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’

তিনি আরো বলেন, ‘যাহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম…।
 

প্রিয় কলকাতা ভালোবাসা নিয়ো।’

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরো আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2