avertisements 2

নারী ভক্তের ভালবাসায় সিক্ত হচ্ছেন ঢালিউড কুইন মাহিয়া মাহি।

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ডিসেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ১০:০১ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করছেন। তার মার্কা ট্রাক। ইতোমধ্যে তার এলাকায় নির্বাচনী প্রচারণা কাজ শুরু করেছেন। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। হেঁটে হেঁটে গ্রামে গ্রামে ঘুরছেন। প্রথমেই তিনি নারীদের মন জয় করতে চাইছেন। যেখানেই যাচ্ছেন নারীদের জড়িয়ে ধরে ভোট চাইছেন। অন্যদিকে নায়িকাকে কাছে পেয়ে মানুষ তার সাতে সেলফি তোলার প্রতিযোগিতা শুরু করেছে। মাহিও তাদের সাথে সেলফি তুলছেন। 

কখনও নিজেও এগিয়ে গিয়ে সেলফি তুলছেন গ্রামের কিশোরী, তরুণী ও নারী ভোটারদের সঙ্গে। ছোট শিশু দেখতে পেলে নিজের কোলে তুলে নিচ্ছেন। বৃদ্ধাদের হাত ধরে দোয়া চাইছেন। অনেক নারী নায়িকাকে ধরে আবেগাপ্লত হচ্ছেন। কেউ কেউ তাকে ভোট দেয়ার কথা দিচ্ছেন। 

গ্রামের নারীদের মাহি বলছেন, নির্বাচিত হলে নারীদের আত্মমর্যাদা ফিরিয়ে দেবেন। শাসক হিসেবে নয়, সেবক হিসেবে মানুষের পাশে থাকবেন। সবার সেবা করবেন। নিজের মার্কা সম্পর্কে মাহি বলেন, তার আসনের নারী ভোটাররা এমনই একটি ব্যতিক্রমী প্রতীক চেয়েছিলেন, যেন সবার চেয়ে আলাদা হয়। তার প্রত্যাশা ৯৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন। আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন চেয়ে না পেলেও মাহির দাবি, তিনি আওয়ামী লীগেরই লোক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2