avertisements 2

গোপালগঞ্জ থেকে ফিরে কাদেরের সঙ্গে দেখা করলেন মাহি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:২৩ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

Text

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েই সকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান মাহি। জানা গেছে, ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন মাহি। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমে নির্বাচনের বিষয়ে নানান কথা বলেন এই নায়িকা।

মাহি বলেন, যেহেতু সোমবার আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবো। এর আগেই ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি। তার কাছে দোয়া চেয়েছি।

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি। তিনি এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে দল মাহিকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2