নৌকার মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০২:০৮ এএম, ২৩ জানুয়ারী,শুক্রবার,২০২৬
মাহিয়া মাহি মনোনয়ন ফরম কিনেছেন চাঁপাইনবাবগঞ্জ ২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের। নায়িকা বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত যদি তৃণ পর্যায়ে যাচাই করা হয় তাহলে আমাকে মনোনয়ন দেয়া হবে। কারণ তৃণ পর্যায়ের আগ্রহের কারণেই আমি মনোনয়ন ফরম কিনেছি। আগামী ২০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবো।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।





