avertisements 2

রাশ্মিকার ফেক ভিডিও ভাইরাল, আইনি ব্যবস্থা নিতে বললেন অমিতাভ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ নভেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:০৮ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

রাশ্মিকা মান্দানা ও অমিতাভ বচ্চন

হঠাৎ করেই একটি ভিডিও ইন্টারনেটে বেশ তোলপাড় ফেলেছে। যদিও ভিডিওটি রাশ্মিকা মান্দানার মনে হচ্ছে তবে মুলত এটি একটি ফেইক ভিডিও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এই ভিডিওটি বেশ চমকে দিয়েছে সবাইকে। তাই ভিডিওটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।
 
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লিফটের ভেতরে কালো শর্ট পোশাকে প্রবেশ করছেন অভিনেত্রী রাশ্মিকা। হাসিমুখে লিফটের দড়জা থেকে ভেতরে ঢোকেন তিনি। তবে তার শারীরিক অঙ্গভঙ্গিতে ফুটে উঠে অশ্লীলতার ছাপ যা রাশ্মিকা ভক্তরা মেনে নিতে পারেনি। তাই মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি আসলে অন্য এক নারীর। তার মুখে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে রাশ্মিকার মুখ। 

এদিকে এই ভিডিও নিয়ে অনলাইনে বেশ তোলপাড় হচ্ছে। রাশ্মিকা ভক্তরা এই ভিডিওটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অভিনেত্রীকে অনুরোধ জানাচ্ছেন।
ভারতে ‘ডিপফেক’ (কারো মুখবয়ব ব্যবহার করা) মোকাবেলা করার জন্য একটি আইনি এবং নিয়ন্ত্রক কাঠামোর জরুরি প্রয়োজন বলে মতামত ব্যক্ত করছেন অনেকে। এবার বলিউড বিগ বি অমিতাভ বচ্চনও রাশ্মিকাকে একই পরামর্শ দিলেন। সেই ভিডিওটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘হ্যাঁ, এটি আইনের জন্য একটি শক্তিশালী মামলা।’

অবশ্য মুল ভিডিওটি কার সেটিও উন্মোচিত হয়েছে। ইতোমধ্যে রাশ্মিকার এক ভক্ত মুল ভিডিওর সেই নারীর পরিচয় প্রকাশ করে জানিয়েছেন যে এটি জারা প্যাটেল নামে এক ব্রিটিশ নারীর ভিডিও।তার বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে এবং গত মাসে ভিডিওটি আপলোড করেছিলেন তিনি। এটি এডিট করে রাশ্মিকার মুখ বসানো হয়েছে। বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সেই ভক্ত।

প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন ২০২২ সালে রাশ্মিকার সঙ্গে হিন্দি চলচ্চিত্র গুডবাই’তে কাজ করেছেন। সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও দর্শক ও সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

সূত্র : পিঙ্কভিলা

বিষয়:

আরও পড়ুন

avertisements 2