avertisements 2

সাপের বিষ নিয়ে পার্টি করায় ‘বিগ বস ওটিটি’ বিজয়ীর বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৯:৫১ পিএম, ৩ মে,শুক্রবার,২০২৪

Text

‘বিগ বস ওটিটি টু’ বিজয়ী ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগে তার বিরুদ্ধে নয়ডা থানায় মামলা করেছেন গৌরব গুপ্ত নামে এক অ্যানিমেল ওয়েলফেয়ার অফিসার।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে একটি পার্টিতে অভিযান চালায় নয়ডা থানা পুলিশ। বিদেশি নারীদের নিয়ে এই পার্টির আয়োজন করেন এলভিশ। ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাপের বিষ, পাঁচটি গোখরাসহ ৯টি সাপ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে এলভিশের নাম উঠে আসে। গ্রেপ্তারকৃতরা জানান, বিগবস ওটিটি বিজয়ীদেরকে তারা সাপ সরবরাহ করে থাকেন। তবে অভিযানের সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এলভিশ।

অন্য একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিদেশি নারীদের কাছে সাপের বিষ ও মাদক বিক্রি করতেন এলভিশ।

এলভিশ বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তাতে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এলভিশ বলেন— ‘ঘুম থেকে উঠেই দেখছি, চারিদিকে আমাকে নিয়ে ভুল খবর প্রচার করা হচ্ছে। আমাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে। রেভ পার্টি করেছি। সাপের বিষ নিয়ে নেশা করেছি। বিশ্বাস করুন, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2