ইসলামের টানে অভিনয় ছাড়া সেই অভিনেত্রীর, ফিলিস্তিনকে সমর্থন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:১৭ এএম, ২৬ এপ্রিল,শনিবার,২০২৫

ছবি: সংগৃহীত
একসময় খোলামেলা পোশাক পরে পর্দা কাঁপাতেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে কয়েক বছর হলো সম্পূর্ণ বদলে গেছেন তিনি। ধর্মীয় রীতিনীতি মেনে চলতে ত্যাগ করেছেন বলিউড। গাঁটছড়া বেঁধেছেন এক মুফতির সঙ্গে। এরপর আর বি-টাউনে দেখা যায়নি তাকে।
নতুন খবর হলো চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সানা।
তিনি লিখেছেন, ‘যে নির্দয় ও নির্লজ্জ লোকজন ফিলিস্তিনের হাসপাতালে নিষ্পাপ শিশুদের ওপর আক্রমণ করেছে, তারা একে প্রতিরক্ষা বলে। চিন্তা করবেন না, তারা জাহান্নামে নিজেদের জন্য বিশেষ জায়গা তৈরি করেছে।’
সানার আগে বিনোদন অঙ্গনের অনেকে এ যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করেছেন। তালিকায় আছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ ও গায়িকা দালাল আবু আমনেহ। এ সমর্থনের ফলে আমেনহকে গ্রেফতার করে ইসরেয়েলের পুলিশ। অন্যদিকে জিজি হাদিদকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি।
২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানার। এরপর নিয়মিত অভিনয় করছিলেন তিনি। একে একে ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে এই অভিনেত্রী মুফতি আনাসকে বিয়ে করেন। এরপর নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন তিনি। কারণ হিসেবে সেসময় জানান, বাকি জীবন ইসলামের পথে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।