কাচের ব্রিজে শুয়ে পড়লেন প্রভা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:৩৩ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

সম্প্রতি প্রভা ঘুরতে গেছেন সাপা উত্তর ভিয়েতনামের পাহাড়ি এক অঞ্চলে। মোটামুটি একটি ছোট শহর। যারা আদিম প্রকৃতির প্রশংসা করেন, তাদের জন্য এটি একটি অনন্য এক জায়গা। সেখানে থাকা গ্লাসের ব্রিজে থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোাগযোগমাধ্যমেও। কখনও ছবি বা ভিডিও দিয়ে ভক্তদের সবসময়ই আপডেট রাখেন।
ভিডিওতে দেখা যায়, পরনে লাল শাড়ি, হাতে লাল চুড়ি, লাল জুতা পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। একপর্যায়ে তিনি শুয়ে পড়েন কাচের ব্রিজের ওপর। তবে তিনি কবে ভিয়েতনামে গেছেন কিংবা ফিরে আসনে তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত কয়েক বছরে নিজেকে সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন।