avertisements 2

প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে: নুসরাত ফারিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট: ১০:১১ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

অভিনেত্রী নুসরাত ফারিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা/সংগৃহীত

সারাদেশে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেল বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা “মুজিব: একটি জাতির রূপকার”। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ।

এছাড়াও অন্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর দেশের শতাধিক শিল্পী।

গত ১২ অক্টোবর সকালে এবং সন্ধ্যায় “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমার দুটি প্রিমিয়ার করা হয়। প্রথমটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, দ্বিতীয়টি গণমাধ্যমকর্মী ও বিনোদন অঙ্গনের বিশিষ্টজনদের জন্য। প্রধানমন্ত্রীর শো-তে উপস্থিত ছিলেন “মুজিব”-এর শিল্পীরাও।

সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমাটি দেখার সুযোগ হয়েছে। আমার ঠিক পেছনেই বসে ছিলেন প্রধানমন্ত্রী। যখনই আমি পর্দায় আসছিলাম, চুপিসারে পেছনে তাকিয়ে দেখছিলাম। তার (প্রধানমন্ত্রী) কী এক্সপ্রেশন।”

তিনি আরও বলেন, “সিনেমা শেষে আমি প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করেছিলাম, আমি কি করতে পেরেছি? তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছেন, ‘তুমি খুব ভালো কাজ করেছো’। এটা শুনে কেমন লেগেছে, বোঝাতে পারবো না। আমি আপ্লুত।”

“মুজিব” সিনেমার অংশ হতে পারাই তার জীবনের অন্যতম বড় অর্জন উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, “আমি অনেক ভাগ্যবান। এর আগে তার (শেখ হাসিনা) চরিত্রে কখনও কেউ অভিনয় করেনি। কাজ করার সময় আমার মনে হচ্ছিল, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। তার সরলতা, মিষ্টিভাব, ইনোসেন্স, পরিবারের প্রতি ভালোবাসা, সবকিছু মিলিয়ে প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে।”
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2