avertisements 2

বিয়ের পিঁড়িতে বসছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ আগস্ট,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:৩০ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মাহবুবুর রহমান চাষী। হালের এই জনপ্রিয় অভিনেতা এবার পারিবারিকভাবে বিয়ে করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল (২৫ আগস্ট) বিয়ে করছেন চাষী আলম। আজ (২৪ আগস্ট) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।

আরও জানা যায়, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। আগামীকাল বিয়ে।

গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2