avertisements 2

নারীদের থেকে প্রচুর প্রেমপত্র পেয়ে অভিভূত রণবীর সিং

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ আগস্ট,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:০২ পিএম, ২৭ এপ্রিল,রবিবার,২০২৫

Text


শুধু বক্সঅফিস সাফল্য নয়, করণ জোহর পরিচালিত বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির পর থেকেই নানা কারণে চর্চায় আছে। তবে সবকিছু ছাপিয়ে উঠে এসেছে, রণবীর সিংয়ের অসাধারণ নৃত্য নৈপুণ্যতা!

দেবদাস সিনেমার ‘দোলা রে’ গানের তালে নেচে রীতিমতো আগুন ধরিয়েছেন লাখো ভক্তের হৃদয়ে। দর্শক রণবীর সিং অভিনীত রকি রান্ধাওয়ারকে এতোটাই পছন্দ করেছেন যে ইদানীং প্রচুর প্রেমপত্র পাচ্ছেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেন রণবীর সিং।

সেখানে অভিনেতা জানান, সিনেমাটি মুক্তির পর থেকে একটার পর একটা প্রেমপত্র পেয়ে চলেছেন তিনি।

ইনস্টাগ্রামের এই সেশনে এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি মুক্তির পর সেরা প্রশংসা কি পেয়েছেন? এর জবাবে রণবীর লেখেন, সবাই রকিকে ভালোবাসা দিয়েছেন। আমি সত্যিই অভিভূত। লম্বা লম্বা প্রেমপত্র পাচ্ছি।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় রণবীর সিং ও আলিয়া ভাট ছাড়া আরও অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, টোটা রায় চৌধুরী, জয়া বচ্চন এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2