avertisements 2

ফারিণের ‘বিভ্রান্তিকর’ প্রচারণা, তীব্র সমালোচনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুন, বুধবার,২০২৩ | আপডেট: ১০:৫৪ এএম, ২৬ এপ্রিল,শুক্রবার,২০২৪

Text

তাসনিয়া ফারিণ

বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ শুক্রবার (৯ জুন) হঠাৎ করেই লাইভে আসেন। তাকে বেশ কিছুটা অগোছালো এলোমেলো মনে হয় এই লাইভে। নির্মাণাধীন এক রাস্তায় তিনি কিছু একটা খুঁজছেন! কথাবার্তার এক ফাঁকে তিনি জানান তার বোনকে খুঁজছেন।

ফারিণের এই লাইভ নেটদুনিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্টবক্সেও দর্শকরা ফারিণ ও তার বোন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ বোন সম্পর্কে বিস্তারিত জানতে চান। আবার কেউ কেউ জানতে চান এটি নতুন কোনো কনটেন্টের প্রোমোশন কি না! তবে ফারিণ এসব কোনো প্রশ্নেরই উত্তর সেদিন দেননি।


এদিকে নেটিজেনরা বিভ্রান্তিতে পড়ে যান। সত্যিই কি তাসনিয়া ফারিণের বোন নিখোঁজ। বিষয়টি নিয়ে মন্তব্যের বাক্সে চোখ রাখলেই পরিষ্কার বোঝা যায় কী পরিমাণ মানুষ বিভ্রান্তিতে পড়েছেন। কিন্তু এটি ছিল নিছক একটি প্রচারণা।

তবে প্রচারণার এই ধরনের ফারিণের ওপর ক্ষিপ্ত হয়েছেন স্বয়ং ভক্তরাই। তারা এমন ‘লেইম’ বা ‘সস্তা’ প্রচারণার নিন্দাও জানিয়েছেন। অন্তত মন্তব্যে নেটিজেনরা এমনটাই বলছেন।

ফেসবুক লাইভে ফারিণের বলার ধরনে কোথাও কোনো অভিনয় মনে হয়নি নেটিজেনদের। যার ফলে অনেকেই চিন্তিত হয়ে পড়েন।

ফারিণের উদ্দেশে অনেকেই বাঘের গল্পটি মনে করিয়ে দেন। শাকিল নামের এক ভক্ত লিখেছেন, প্রথম তো ভেবেছিলাম সত্যি ঘটনা, পরে দেখি নাটকের শুটিং। যখন এ রকম সত্যি একটা বিপদে পড়বেন, আর তখন যদি লাইভে এসে এই রকম নেকামি কান্না করেন তখন মানুষ সত্যিটা ভেবে হাসি-তামাশা করবে।

রুমান নামের একজন লিখেছেন, জীবনে একদিন এমন বিপদে পড়বেন, সেদিন হাজার কান্না করেও সাহায্য পাবেন না। মনে রাখবেন কথাটা।

এমন নানা মন্তব্যে ফারিণের সমালোচনা করছেন। তাদের ভাষ্য যতই হোক কোনো অভিনয় প্রতিষ্ঠানের অনুরোধে ভক্ত ও দর্শকদের বিভ্রান্ত করা হবে- এমন প্রচারণায় নামা উচিত নয়।

প্রসঙ্গত, এই ঘটনার পরদিন শনিবার (১০ জুন) ফারিণ তার স্ট্যাটাসে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন ‘আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?’ এই বাক্যটির পরই তিনি লিখেছেন ‘এই ঈদে আসছে ‘নিকষ’ দীপ্ত প্লে’তে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2