avertisements 2

মৌসুমীর ৫০তম জন্মদিনে চমকে দিলেন ওমর সানী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:৩৩ এএম, ১২ মে,রবিবার,২০২৪

Text

৩ নভেম্বর। বাংলা চলচিত্রের প্রিয়দর্শনী নায়িকা আরিফা পারভিন মৌসুমীর জন্মদিন। প্রয়াত নায়ক সালমান শাহ’র সাথে জুটি বেঁধে প্রথম ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসা এ তারকা ৪৯ প্রেরিয়ে পা দিলেন পঞ্চাশে।

মৌসুমীর জন্মদিন ঘিরে ঘরোয়া ও আনুষ্ঠানিকভাবে উদযাপন চলছে। ইতোমধ্যে উপহার দিয়ে মৌসুমীকে চমকে দিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। রাত ১২টায় বাসায় কাটা হয়েছে কেক। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা একটি কেক, চারপাশে গাদা-গোলাপ ফুলের পাপড়ি ছিটানো। কেকের একপাশে একটি ফুলের তোড়া, অন্যপাশে বেলুন রাখা; যার গায়ে লেখা, হ্যাপি বার্থডে প্রিয়দর্শনী। টেবিলের সামনে বসে আছেন মৌসুমী, তার পাশেই দাঁড়িয়ে ওমর সানী। দুজন একসঙ্গে কেক কাটছেন। আর ক্যামেরার ওপাশ থেকে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সন্তানরা।

৪১ সেকেন্ডের সেই ভিডিওতে ওমর সানী বলেন, আল্লাহ মৌসুমীকে সবচেয়ে ভালো রাখুক, সুন্দর রাখুক। তার হায়াত দান করুন এবং সুস্থ রাখুন, আমিন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের ক্যাপশনে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী। আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ। সবাই দোয়া করবেন ওর (মৌসুমী) জন্য। শুভ জন্মদিন মৌসুমী।

উল্লেখ্য, মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় তার জন্ম। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।

মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন।

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’, ও ‘তারকাটা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2