avertisements 2

‘ব্ল্যাক ওয়ার’ দেখতে হুইলচেয়ারে চেপে সিনেমা হলে আরিফিন শুভর মা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১২:৩১ পিএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা হলে দেখলেন তার মা খাইরুন নাহার। গতকাল সন্ধ্যায় ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে গিয়েছিলেন তারা। এবারই প্রথম ছেলের সিনেমা দেখলেন মা।

মাকে হুইলচেয়ারে বসিয়ে সিনেমা হলে যাওয়া, ১ হাজার টাকা দিয়ে টিকিট কেনা এবং সিনেমা হলে বসার মুহূর্তগুলো নিয়ে সাজানো একটি ভিডিও ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন আরিফিন শুভ। এতে লাইক পড়েছে ২৮ হাজারের বেশি। আর এটি শেয়ার হয়েছে দুই শতাধিক বার।

আরিফিন শুভ ফেসবুকে লিখেছেন, ‘১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে একসঙ্গে আমার সিনেমা দেখা আমার সত্যিই সবচেয়ে বড় পাওয়া। অসুস্থতার মাঝেও মা আমার সঙ্গে গিয়েছেন এবং আমাদের সঙ্গে মুভি দেখেছেন এবং অত্যন্ত খুশি হয়েছেন। মায়ের হাসিমুখের চাহনিই আমার সকল তৃপ্ততা এনে দিয়েছে। এ অনুভূতি কিছু শব্দে প্রকাশ করা কখনও সম্ভব নয়। আমার মায়ের জন্য দোয়া করবেন। তার সুস্থতার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় বেঁচে থাকতে চাই।’

মায়ের সিনেমা হলে যাওয়ার ভিডিওতে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ‘ও মা আমার মা’ শিরোনামের গানটি রেখেছেন আরিফিন শুভ। এটি গেয়েছেন নোবেল। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাদিম ভূঁইয়া।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2