বিশাল আকৃতির গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:২৩ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকৃতির একটি গ্রহাণু। পৃথিবীর খুব কাছে এসে পড়ার সময় গ্রহাণুটির গতিবেগ দাঁড়াবে সেকেন্ডে প্রায় সাড়ে ১৯ কিলোমিটার বা ঘণ্টায় ৪৩ হাজার ৭৫৪ মাইল। ব্যাপক গতিতে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে গ্রহাণুটি। ৬ জানুয়ারি, বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসা জানিয়েছে, আগামী সপ্তাহে শেষের দিকে যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়ে আড়াই গুণ বেশি উঁচু যে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে সেটি দৈর্ঘ্যে ১ কিলোমিটার বা ৩ হাজার ২৮০ ফুট। গ্রহাণুটির নাম ‘(৭৪৮২) ১৯৯৪ পিসি-১’।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রহাণুটি খানিকটা ঘন ঘনই এসে পড়ছে পৃথিবীর কাছাকাছি। গ্রহাণুদের কক্ষপথ সাধারণত আগেভাগে খুব একটা আঁচ করা যায় না। তা বদলায়ও ঘন ঘন। কোনো গ্রহের খুব কাছাকাছি এসে পড়লে সেই গ্রহের জোরালো অভিকর্ষ বলের টানে গ্রহাণুদের আছড়ে পড়ার আশঙ্কা থাকে। এমনই একটি গ্রহাণু আছড়ে পড়ায় ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল বলে ধারণা বিজ্ঞানীদের একটি বড় অংশের।
এই সৌরমণ্ডলে গ্রহাণুদের মূল ঠিকানা মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে থাকা গ্রহাণুপুঞ্জ (‘অ্যাস্টারয়েড বেল্ট’) থেকে আসছে না এই গ্রহাণু। দানব আকৃতি গ্রহাণুটি আসছে পৃথিবীর খুব কাছে পিঠের এলাকা থেকেই। তাই এদের ‘নিয়ার-আর্থ অবজেক্টস (এনইও)’-এর শ্রেণিভুক্ত করা হয়। এমন প্রায় ২৬ হাজার এনইও-র কথা এখন পর্যন্ত জানতে পেরেছে নাসা। যাদের মধ্যে অন্তত এক হাজারটি গ্রহাণুকে পৃথিবীর পক্ষে ‘আজ নয়তো কাল বিপজ্জনক হতে পারে’ বলে চিহ্নিত করেছে তারা।