ছাত্রলীগ সভাপতির বিচার চাইলেন তারই আপন বোন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫১ এএম, ৪ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১১:১০ এএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ভোলায় জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন এর বিরুদ্ধে তার আপন ছোট বোনকে নির্যাতনের পাশাপাশি জাল ওয়ারিশ সনদ তৈরি করে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সভাপতির একমাত্র ছোট বোন পাপিয়া চৌধুরী এই অভিযোগ করেন।
তিনি বলেন, ২০১৬ সালে বাবা বাবুল চৌধুরী মারা যাওয়ার পরে আমার বড় ভাই পাপন চৌধুরী ছাত্রলীগ এর ক্ষমতার অপব্যবহার করে গোপনে ভোলা পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ করে সব সম্পত্তি নিজের নামে নেয়ার চেষ্টা করে। তাই বাবার সম্পত্তি ফিরে পাওয়ার পাশাপাশি পাষন্ড ভাইয়ের নিযার্তনের বিচার দাবি করছি।
জানা যায়, এ ঘটনায় তার বোন বাদি হয়ে গত ১ নভেম্বর ভোলা থানায় মামলা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলা করায় পাপনের পক্ষ থেকে তাদের চাচা আলামিন চৌধুরী হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ,পাপিয়ার স্বামী মো. মাজেদু রহমান ও তাদের সন্তান।