বরিশালে গাভীর ৩ বাচ্চা প্রসব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০৫ এএম, ২৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

বরিশালের গৌরনদী উপজেলায় একটি গাভী একসঙ্গে তিনটি জন্ম দিয়েছে। গাভী ও বাচ্চা তিনটি দেখতে স্থানীয়রা ভিড় করছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের কৃষক আব্দুল মান্নান গোমন্তার গাভী বাচ্চাগুলো প্রসব করে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌকত গুহ পিকলু।
সৌকত গুহ পিকলু বলেন, আব্দুল মান্নান ওই গাভী গর্ভবতী করতে তিনবার ইনজেকশন দেন। কিন্তু সেটি গর্ভবতী হচ্ছিলো না। পরে উন্নতজাতের ষাড়ের মাধ্যমে প্রজনন করান। অতঃপর ১০ মাস পর বাচ্চা প্রসব করলো।
গাভীর মালিক আব্দুল মান্নান বলেন, সকাল থেকে গাভী ও বাচ্চাগুলোকে দেখতে মানুষ আসছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, গাভীটির চিকিৎসার জন্য পশু চিকিৎসক পাঠানো হয়। বর্তমানে গাভী ও বাচ্চাগুলো সুস্থ রয়েছে।