যুক্তরাষ্ট্রে শাবিপ্রবি শিক্ষকের আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০২:২১ পিএম, ২৭ এপ্রিল,রবিবার,২০২৫

যুক্তরাষ্ট্রে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানায়। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবির।
তিনি বলেন, আমরা আজ (শনিবার) দুপুরে জানতে পেরেছি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মো. মাহফুজুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালের ডিসেম্বর মাসে শাবিপ্রবিতে প্রভাষক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
_1741032368.jpeg)
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের নতুন রেকর্ড

ইতালি যাওয়া হলো না, লিবিয়া নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা

মালয়েশিয়ায় সর্বত্র ধর-পাকড়, বিপাকে প্রবাসীরা
