avertisements 2

মালয়েশিয়ায় ব্যাপক অভিযানে ১৭৪ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ নভেম্বর,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৩:০৩ পিএম, ২১ নভেম্বর,শুক্রবার,২০২৫

Text

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামারসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থান এবং সবজি খামারসহ চারটি জোনে অভিযান চালানো হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য এবং অভিবাসন কর্মকর্তা অংশ নেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা এক প্রতিবেদনে জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি। ফলে পালাতেও পারেননি।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় মালয়দের অভিযোগের ভিত্তিতে একমাস আগে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। পরে গোয়েন্দা তথ্যে জানতে পারি– এই জেলাসহ আশপাশের এলাকা অভিবাসনপ্রত্যাশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের আগমন স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

অভিযানে মোট এক হাজার ৮৮৬ জন অভিবাসনপ্রত্যাশীর কাগজপত্র যাচাই করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে। যার মধ্যে অনেকের মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণ নথিপত্র নেই।

আটক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন মহিলা এবং চারজন শিশু রয়েছেন। আটক সবার বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের কেলানটান, পেরাক এবং সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় মালয়েশিয়ায় মোট ৮৩ হাজার ৯৯৪ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2