নিউজিল্যান্ডে নোবিপ্রবির শিক্ষক অর্পিতা রায় মারা গেছেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৪৪ এএম, ২৭ এপ্রিল,রবিবার,২০২৫

পিএইচডি করতে নিউজিল্যান্ডে গিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় মারা গেছেন। বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় নিউজিল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তার এ অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল আলম। জানা যায়, সহকারী অধ্যাপক অর্পিতা হঠাৎ অসুস্থ হয়ে বমি করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য সেখানকার হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে তিনি মারা যান। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘তার এ আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন। অর্পিতা রায়ের আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগা’তে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
_1741032368.jpeg)
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের নতুন রেকর্ড

ইতালি যাওয়া হলো না, লিবিয়া নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা

মালয়েশিয়ায় সর্বত্র ধর-পাকড়, বিপাকে প্রবাসীরা
