avertisements 2

বৃহত্তর নোয়াখালী বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে শহীদ জিয়ার ৮৫ তম জন্মদিন পালন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২৪ এএম, ২৩ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৪৭ পিএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

বৃহত্তর নোয়াখালী বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম”বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি ইকবাল হোসেন বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ব্যারিস্টার বেলায়েত হোসেনের সঞ্চালনায় উক্ত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের  উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া,  বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া এবং বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির সদস্য  এবং ঢাকা উওর সিটির  মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।  
প্রধান অতিথির বক্তৃতায় বরকত উল্লাহ বুলু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল. তিনি শুধু স্বাধীনতার ঘোষক নন তিনি নানা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশের ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন প্রতিহিংসার বশবর্তী হয়েই বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছিল এবং আজগুবি মামলা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্ঠরোধ করে রেখেছে।
বক্তারা অভিমত ব্যক্ত করেন যে আওয়ামী ফ্যাসিবাদের যাঁতাকলে পড়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হারিয়ে গেছে, এই অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের জায়গায় পৌঁছাতে হলে, মানুষের বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে বি,এন, পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “টেইক ব্যাক বাংলাদেশ” আন্দোলনে রাজপথে নামার কোন বিকল্প নেই।
এছাড়া বক্তারা উনিশে জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটি আয়োজিত জিয়াউর রহমানের জন্মবার্ষিকী প্রোগ্রাম এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন এবং সংসদীয় আসন বৃদ্ধির পরিকল্পনার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন এবং বহির্বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কীর্তিময় জীবন বিশ্ববাসীকে জানানোর জন্য নানা কর্মসূচ গ্রহণের উদ্যোগ নেয়ার কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে ইটালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহম্মেদ , ফ্রান্স বিএনপির সেক্রেটারী এম এ তাহের, সৌদিআরব বিএনপি নেতা আব্দুল মান্নান, কেফায়েত উল্লাহ চৌধুরি কিসমত, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঁইয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ পারভেজ হামদু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব শরাফত হোসেন বাবু, ইটালি বিএনপি নেতা তৌহিদ কাদের, ফিনল্যান্ড বিএনপি নেতা শামসুল গাজীসহ আরো বক্তব্য রাখেন।
 এছাড়া অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া থেকে বিএনপি  অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মো.দেলোয়ার হোসেন, বর্তমান বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন আরিফ, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ ইউসুফ শামীম, 
ইটালি থেকে বিএনপি ইতালির সাংগঠনিক সম্পাদক মান্নান হীরা, স্বেচ্ছাসেবক দলের সহ প্রকাশনা সম্পাদক গাজী জুয়েল, জাহাঙ্গীর আলম, ফ্রান্স থেকে কুতুবউদ্দিন জেকো,
সৌদি আরব থেকে জাকির হোসেন ভূঁইয়া শরাফ উদ্দিন সুমন আবু সুফিয়ান, শওকত কামাল শারাফুদ্দিন সুমন, করিম চান্দ, জাহাঙ্গীর আলম, সাব্বির চৌধুরী শাওন তালুকদার ওমর ফারুক, আলমগীর কবির,  যুক্তরাষ্ট্র থেকে নাসিম আহমেদ মোতাহার হোসেন চৌধুরী কবিরুল ইসলাম, পরান চৌধুরী, তোফায়েল আহমেদ, এ জে এম হুসাইন, কবিরুল ইসলাম মোহাম্মদ কাজল, মোহাম্মদ মহসিন, এটিএম হেলালুর রহমান, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী আবুল কালাম, যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার আরেফিন আরেফিন আশরাফ, এনামুল অশ্রু সাইফুল ইসলাম মিরাজ, বেলজিয়াম থেকে হারুনুর রশিদ, গ্রিস থেকে ওসমান গনি লিটন কুয়েত থেকে জসিম উদ্দিন ভূইয়া,শফিকুল ইসলাম শফিক সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল্লাহ ফারুক, ইঞ্জিনিয়ার ফারুক, আকবর হোসেন, কাতার থেকে কামালউদ্দিন নাম্বার বাহারাইন থেকে শাহাদাত হোসেন, সাউথ আফ্রিকা থেকে জাফর সামির, আব্দুল্লাহ আল মামুন, অস্ট্রিয়া থেকে আবুল কাশেম, স্পেন থেকে গাজী আবু বকর, কাজী লতিফুল হক বাদল, নিলু খন্দকার, ডেনমার্ক থেকে চৌধুরী মাহবুব মোঃ তোফায়েল আহমেদ হেলাল, খায়রুল বাশার, সুইডেন থেকে আনোয়ার সেন্টু, বাংলাদেশ থেকে নোয়াখালী জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন, আবু নাছের মামুন, ওমান থেকে বাবলু মিয়া আয়ারল্যান্ড থেকে জসীমউদ্দীন জসিম, মাহফুজুর রহমান মাহফুজ, এন এম এম রাজু, ওয়াহিদুল্লাহ, এম এ সুমন, আবদুর রশিদ, মিস মৌ, রোজিনা আক্তার ডলি, মিডিয়া ব্যাক্তিত্ব জাবের প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

বিষয়:

আরও পড়ুন

avertisements 2