avertisements 2

গুলিস্তানে শিশুকে ছুরিকাঘাত

‘তোকে তো পারলাম না, তোর ছেলেকে মারলাম’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪৩ পিএম, ১১ মে,শনিবার,২০২৪

Text

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে মো. ইউসুফ (৯) নামের এক শিশুকে ছুরিকাঘাত করেছে সাইফুল নামের এক যুবক। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটি পুরান ঢাকার জয়কালী মন্দির এলাকায় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের জানিয়েছেন। 

পুলিশ বলেছে, শিশুটির বাবা মোহাম্মদ আলী মার্কেটে হামলাকারী সাইফুলের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে লুঙ্গির ব্যবসা করে আসছেন। সাইফুলের ছুরিকাঘাতে আহত হয়েছে শিশুটি। সাইফুলকে আটক করা হয়েছে। 

পুলিশ ও আহত শিশুটির পরিবার জানায়, মাদ্রাসাপড়ুয়া ইউসুফ মা-বাবার সঙ্গে পুরান ঢাকার জয়কালী মন্দির এলাকায় থাকে। বুধবার সে তার বাবার সঙ্গে দোকানে যেতে চায়। পরে ইউসুফকে তার নানা কবির হোসেন সিটি সুপার মার্কেটে তার বাবার দোকানে নিয়ে যায়। দুপুর ২টার দিকে শিশুটি দোকানের সামনে হাঁটাহাঁটি করছিল। তখন হঠাৎ সাইফুল এসে ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে মার্কেটের লোকজন এগিয়ে এসে ইউসুফকে আটক করে শাহবাগ থানায় দেয়। শিশুটির দুই হাত-পা ও পেটে জখম হয়েছে।

শিশুটির বাবা মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন ধরে তিনি ওই মার্কেটে ব্যবসা করে আসছেন। তার নিজেরও একটি দোকান আছে। তবে তিনি সাইফুলদের কাছ থেকে একটি দোকান ভাড়া নিয়ে দোকানে লুঙ্গির ব্যবসা করে আসছেন। সেখানেই বেড়াতে এসেছিল ইউসুফ। ঘটনার সময় তিনি (মোহাম্মদ আলী) নামাজ আদায়ে গিয়েছিলেন। ফিরে এসে ঘটনা জানতে পারেন। সাইফুল তাকে বলেছে ‘তোকে তো পারলাম না, তোর ছেলেকে মারলাম।’ ছুরিকাঘাতের কারণ ব্যাখ্যা না করতে পারলেও ‘হিংসাবশত’ সাইফুল এ ঘটনা ঘটায় বলে ধারণা শিশুটির বাবার। কারণ সাইফুল মাঝেমধ্যেই বলতেন ‘তোরা ছিলি আমাদের দোকানের কর্মচারী। এখন মালিক হয়ে বিশাল ভাব ধরেছিস।’

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, শিশুটির বাবার সঙ্গে ব্যবসায়িক বিরোধের জের ধরে সাইফুল শিশুটিকে ছুরিকাঘাত করেছে। আটক সাইফুলের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2