খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জানুয়ারী,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:১৩ পিএম, ৩০ এপ্রিল,
বুধবার,২০২৫

শিশু আয়ান । ছবি: সংগৃহীত
রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।
সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আয়ানের বাবা শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শামীম আহমেদ জানান, এখনো কোনো কিছু ঠিকভাবে জানায়নি হাসপাতাল থেকে। শুধু জানিয়েছে সে মারা গেছে।
এর আগে ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়ে ছিলেন, আয়ান তাদের পরিবারের বড় ছেলে। তার ৬ মাসের ছোট একটা বোন আছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থ প্রায়।
তিনি বলেন, ‘ইউনাইটেডের এক ঘটনায় পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটিব্যাগে টান, হিঁচড়ে টেনে নিয়ে গেল নারীকে

ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’
