avertisements 2

ছিনতাইয়ের গাড়ি দিয়ে ৭ মাস ধরে ছিনতাই!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী,সোমবার,২০২৪ | আপডেট: ০২:৫৮ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

উবারের গাড়ি ভাড়া করে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতাররা হলেন আবু ছালেক জুয়েল (৩৩), মো. মিজানুর রহমান (৩৫) ও মো. সোহাগ হাওলাদার (৩৫)। গতকাল শনিবার রাজধানীর মিরপুরের পল্লবীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময়ে ছিনতাই হওয়া গাড়ি ও মোবাইল উদ্ধার করা হয়।

ডিবি বলছে, ছিনতাই করা গাড়ি নিয়ে ফের রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করতো চক্রটি। চলতি বছরের ১৯ মে যাত্রীবেশে গাড়িটি ছিনতাই করে তারা। এরপর গত সাত মাস ধরে সেই গাড়ি ব্যবহার করে ছিনতাই করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, চলতি বছরের ১৯ মে মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকায় যাত্রীবেশে একদল ছিনতাইকারী উবারচালক মো. মাঈনুদ্দিনের গাড়ি ভাড়া করে। এরপর গাজীপুর চান্দুরা এলাকায় যায়। সেখান থেকে তুরাগ থানার দিয়াবাড়ী মেট্রোরেল এলাকায় এসে অস্ত্রের মুখে চালকের গাড়ি ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা করেন। মামলাটি গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ সাত মাস পর ছিনতাই হওয়া গাড়িটি নরসিংদী থেকে ও চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাতে ঢাকার সড়কে গাড়ি চালানো চালকদের উদ্দেশ্যে ডিবিপ্রধান বলেন, রাতে যারা উবার বা ভাড়ায় গাড়ি চালায় তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে, আমরা কেউ যদি এমন ছিনতাইয়ের কবলে পড়ি তাহলে তাৎক্ষণিক থানায় অথবা ডিবিতে জানাতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে আমরা সিস্টেমের বাইরে যেন না যাই।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2